জিএমপি‘র কোনাবাড়ী থানা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ !
আলমগীর কবীর:
জিএমপি‘র কোনাবাড়ী এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা পুলিশ।গত শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী থানার সাখাওয়াত ইমতিয়াজ,উপ পুলিশ পরিদর্শক সঙ্গীয় ফোর্সসহ সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ আবু সিদ্দিক এর নির্দেশে অভিযান পরিচালনা করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ীস্থ পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাদের গ্রেফতার করেন।
গ্রেপ্তারকৃত সঙ্গবদ্ধ সক্রীয় ডাকাতদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র ১ টি কুড়াল,১ টি সুয়িচ গিয়ার চাকু,৩ টি চাপাতী,১ টি বেকারী,১ টি রাম দা এবং একটি শাবল উদ্ধার করেন।কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক সাংবাদিকদের জানান,ঐ ডাকাত চক্রটি বিভিন্ন জেলা থেকে আগত কোনাবাড়ী এলাকায় বাসা ভাড়া নিয়ে ছদ্মবেশি রুপে চুরি ডাকাতি,ছিনতাইসহ লোমহর্ষক কাজ করে আসছিলো। গত শুক্রবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন,কুঁড়িগ্রাম জেলার চিলমারী থানার জোড়গাছ এলাকার শফিক মিয়ার ছেলে শিমুল (২০),ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার চাঁন মিয়ার ছেলে সাগর মিয়া(২১),কুঁড়িগ্রাম জেলার রাজার হাট থানার হরিশ্বর তালুক গ্রামের আব্দুর রহমানের ছেলে শফিকুল ইসলাম(২৬),কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পুচিমাটি গ্রামের মৃত ফজলুর ছেলে মোঃ হাবিব (১৫),মাদারীপুর জেলার শিবচর থানার কাবিলপুর গ্রামের আব্দুস সালামের ছেলে আবু বকর সিদ্দিকক (২১)ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার সাহেবনগর গ্রামের মৃত হামিদ ব্যাপারীর ছেলে শফিকুল ইসলাম (৪০),ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার হারুয়া গ্রামের আব্দুল কুদ্দুস এর ছেলে মানিক মিয়া (২৮) এবং বগুড়া জেলার সারিয়াকান্দি থানার নারচি গ্রামের মৃত আ: ছালামের ছেলে মোমিন চৌকিদার (৩৪)।তিনি আরওবলেন,গ্রেফতারকৃত সঙ্গবদ্ধ সক্রীয় ডাকাতদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন জেলায় একাধিক জিআর/ সি আর মামলা রয়েছে।প্রচলিত আইনানুযায়ী তাদের বিরোদ্ধে নিয়মিত মামলা রুজ্জু হয়েছে ,যথা সময়ে জেলহাজতে প্রেরণ করা হবে ।